ঢাকা, ২৭ নভেম্বর বুধবার, ২০২৪ || ১৩ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৮৫৭

 রেলওয়েতে ১ লাখ জনবল নেওয়া হবে 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৮ ২২ জুন ২০১৯  

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, যাত্রী সেবায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আস্থা অর্জন করে সর্বোত্তম সেবা দিতে হবে। অচিরেই রেলওয়েতে লোকবল ১ লাখের উপরে নিয়ে যাওয়া হবে।

শনিবার  ঈশ্বরদীর পাকশীতে পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ১১তম (সিপাহী) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।

রেলমন্ত্রী বলেন, রেলবান্ধব শেখ হাসিনা সরকার রেল ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে। সাশ্রয়ী ও আরামদায়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম রেলের চিফ কামান্ডেন্ট ফাত্তাহ ভূয়া।

অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির নেতা এ্যাডভোকেট রবিউল আলম বুদু, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ইউএনও আহাম্মদ হোসেন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলীসহ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও পাকশী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর